সাইক্লোন ম্যার্সিয়ায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ পণ্ডের শঙ্কা

মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলের দিকে ধেয়ে আসছে সাইক্লোন ম্যার্সিয়া। এ উপকূলের শহর ব্রিসবেনে প্রবল বৃষ্টিপাতের কারণে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি পণ্ড হওয়ার আশঙ্কা রয়েছে। কুইন্সল্যান্ডের ব্রিসবেনের মাঠ গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি আগামীকাল শনিবার। ব্রিসবেনের কাছের শহর ম্যাকায় ও গ্ল্যাডস্টোনের মাঝামাঝি স্থানে ম্যার্সিয়া আঘাত হানতে পারে অস্ট্রেলিয়ার সময় শুক্রবার ভোরের দিকে।

গতকাল বৃহস্পতিবার সকালে সাইক্লোনটি ম্যাকায়ের ১৪০ কিলোমিটার উত্তর-পূর্বে ছিলো। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানায়, সাইক্লোনটির কেন্দ্রের কাছে বাতাসের বেগ ঘণ্টায় ১৯৫ কিলোমিটার থেকে বেড়ে ঘণ্টায় ২৭০ কিলোমিটার হচ্ছে। উপকূলে আঘাত হানার সময় ম্যার্সিয়া ‘ক্যাটাগরি ৫’ সাইক্লোনে পরিণত হতে পারে বলে জানায় স্থানীয় আবহাওয়া অধিদপ্তর ম্যার্সিয়া কুইন্সল্যান্ড উপকূলে শুক্রবার আঘাত হানলেও এর প্রভাবে বৃষ্টি আগেই শুরু হয়েছে। আর এই বৃষ্টিতে ভেসে যেতে পারে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচও। বৃষ্টির কারণে গত দুই দিন থেকে পুরোদমে অনুশীলন করতে পারছে না অস্ট্রেলিয়া। একাদশ নির্বাচনও আবহাওয়ার সাথে সঙ্গতি রেখে করতে চায় বলে সেটাও এখনো ঠিক করতে পারেনি টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট দলটি। গতকাল বৃহস্পতিবার দলের উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিন এ নিয়ে কথা বলেন। গতকাল (বুধবার) এটা আমাদের প্রস্তুতি পাল্টে দিয়েছে। এটা (সাইক্লোন) আমাদের দল ঘোষণা দেরি করিয়ে দিচ্ছে। পিচ কভারটা ওঠানোর পর কি দেখব, সেটা আমরা নিশ্চিত নই। আপাতত ভেজা আবহাওয়ায় চারজন পেস বোলার খেলানোর চিন্তাই মাথায় আছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টের।