চুয়াডাঙ্গা ও ঝিনাদহে জাতীয়তাবাদী স্বেচ্ছোসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও ঝিনাদহে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছোসেবক দলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছোসেবক দলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির দলীয় কার্যারয়ের সামনে সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। গতকাল বেলা ৫টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাড. সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম। সাংগঠনিক সম্পাদক মখলেছুজ্জামান মখলেছের পরিচালনায় আলোচনাসভায় অনুষ্ঠিত হয়।
মখলেছুজ্জামান মখলেছের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সভায় প্রদান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক মুুজবুল হক মালিক মজু, পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন। বক্তব্য রাখেন জেলা যুবদলের আশরাফ বিশ্বাস মিল্টু, ইমরুল হাসান জোয়ার্দ্দার মুকুল, তৌফিকুজ্জামান, পৌর যুবদলের হাজি রবিউল মল্লিক, মামুন রেজা সবুজ, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুজ্জাম সিজার, যুগ্ম আহ্বায়ক এমএ তালহা ও মঞ্জুরুল জাহিদ । উপস্থিত ছিলেন আসাদুল হক বকুল, মোস্তফা, আজাদ, তৌফিক, মিশর, জুয়েল, মামুন, ফয়সাল, উজ্জ্বল, রানা হামিদ, সাদ্দাম, রহমত, জুয়েল প্রমুখ।
প্রধান অতিথি অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা বলেন, এই সরকার বিচার বিভাগের ওপর নগ্ন আঘাত হানছে। সরকার বন্যা দূর্গতদের পাশে না দাঁড়িয়ে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টায় ব্যস্ত। গণতান্ত্রিক অবকাঠামোর গুরুত্বপূর্ণ স্তম্ভ বিচার বিভাগের ওপর আঘাত হানছে। দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সব কিছু ব্যবস্থা করছে। ষোড়শ সংমোধনী বাতিলের রায়ের পর সরকার বিচার বিভাগকে প্রকাশ্যে করায়ত্ত করার চেষ্টা করছে। সর্বোচ্চ আদালতের রায় যে কোনো রাজনৈতিক দলের বিপক্ষে গেলে তারা ক্ষুব্ধ হতে পারে। কিন্তু সরকারের মন্ত্রীরা যে ভাষায় কথা বলছেন সেটা ইতিহাসের নজির বিহীন। তিনি সমস্ত নেতাকর্মীদেরকে আগামী দিনে বেগম জিয়ার ডাকে যে কোনো আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করার আহব্বান জানান।
ঝনিাইদহ প্রতনিধিি জানয়িছেনে, ঝনিাইদহে জাতীয়তাবাদী স্বচ্ছোসবেক দলরে ৩৭তম প্রতষ্ঠিার্বাষকিী পালতি হয়ছে।ে গতকাল শনবিার সকালে কপেি বসু সড়করে জলো বএিনপরি অস্থায়ী র্কাযালয়ে এ প্রতষ্ঠিার্বাষকিী পালতি হয়। দনিটি উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। জলো স্বচ্ছোসবেক দলরে সাধারণ সম্পাদক সাজদেুর রহমান পপ্পুর সভাপতত্বিে আলোচনা সভায় প্রধান অতথিি ছলিনে জলো বএিনপরি সভাপতি মসউির রহমান। বশিষে অতথিি ছলিনে জলো বএিনপরি সাধারণ সম্পাদক আব্দুল মালকে, পৌর বএিনপরি সাধারণ সম্পাদক আব্দুল মজদি বশ্বিাস, যুগ্ম-সম্পাদক শাজাহান আলী, জলো স্বচ্ছোসবেক দলরে সাংগঠনকি সম্পাদক রজোউল ইসলাম মাস্টার, জলো যুবদলরে সাধারণ সম্পাদক মজিানুর রহমান সুজন, সাংগঠনকি সম্পাদক মীর ফজলে ইলাহী শমিুল, স্বচ্ছোসবেক দল নতো শফি বশ্বিাস।