চুয়াডাঙ্গায় মূল্য সংযোজন কর সম্পর্কে মতবিনিময়সভা : ভ্যাট কর্মকর্তার মামলার হুমকি কন্ধের দাবি ব্যবসায়ীদের

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) সম্পর্কে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চেম্বার ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা হোটেল-রেস্তোঁরা, বেকারিঁ, মিষ্টান্ন ও সেমাই মিল মালিক সমিতি এই মতবিনিময় সভার আয়োজন করে।

চুয়াডাঙ্গা জেলা হোটেল-রেস্তোঁরা মিষ্টান্ন বেকারিঁ ও সেমাই মিল মালিক সমিতির সভাপতি রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সনাঞ্চনায় ছিলেন কমিটির সাধারণ সম্পাদক তহিবুর রহমান জোয়ার্দ্দার। মতবিনমিয় সভায় প্রধান অতিথি হিসেবে চুয়াডাঙ্গা চেম্বারের পরিচালক শাহরিন হক মালিক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার, চেম্বারের পরিচালক গোলাম মোর্তুজা, লার্জ মালিক ও নাসির আহাদ জোয়ার্দ্দার এবং জেলা দোকান মালিক সমিতির সহসভাপতি আব্দুল কাদের জগলু বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন, গোলাম রহমান মুকুল, সাইজুল রহমান, পিয়ার মাহমুদ, মইনুল হক, শওকত হোসেন ও জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবলু শেখ। এ সময় চার উপজেলার মালিকরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দরা বলেন, বর্তমান সরকারের উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের টাকায় দেশ চলে। দেশের উন্নয়নে মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে আমরা প্রস্তুত। তবে তা হতে হবে সহনীয়ভাবে। এতে ব্যবসায়ীদের আপত্তি থাকবে না। ভ্যাটের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কোনো ব্যবসায়ীকে আটক করলে চুয়াডাঙ্গায় দোকানপাট বন্ধ করে দেয়া হবে। আমরা ব্যবসাদার, আসামি না। যেকোনো সময় ডাকলে দোকান বন্ধ করে আন্দোলনে যোগ দেবো। চুয়াডাঙ্গায় কাস্টমস কর্মকর্তা বিভিন্ন ব্যবসারদারকে ভ্যাটের টাকা পরিশোধ না করলে তাদের নামে মামলার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। অবিলম্বে এসব হুমকি বন্ধের দাবি করেন তারা।