চুয়াডাঙ্গার পৃথক দুটি স্থানে অজ্ঞানপার্টির হানা : দু চালককে অজ্ঞান করে দুটি আলমসাধু ছিনতাই

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার পৃথক দুটি স্থানে অজ্ঞানপার্টি হাতিয়ে নিলো দুটি আলমসাধু। গতকাল বুধবার আলমসাধু দুটির চালককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হলেও হদিস মেলেনি আলমসাধুর। আলমসাধু চালক সদর উপজেলার মর্তুজাপুরের মৃত ছাবের ছেলে জালাল উদ্দীন ও আলমাঙ্গা নতিডাঙ্গার ইয়ামিন হোসেন (২০) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, গতকাল দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ লাইনের সামনের সড়কে অজ্ঞান অবস্থায় পড়ে ছিলেন জালাল উদ্দীন। দুজন পুলিশ সদস্য তাকে সদর হাসপাতালে ভর্তি করে। জালাল উদ্দীনের স্ত্রী তাসলিমা খাতুন জানান, কয়েকদিন আগে তার স্বামী একটি নতুন আলমসাধু কিনেছিলেন। ভাড়া মারতে গতকাল বুধবার সকালে তিনি বাড়ি থেকে বের হন। এরপর তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও আলমসাধুর হদিস মেলেনি। এদিকে গতকাল সকালে হাতিকাটা মোড় থেকে অজ্ঞান অবস্থায় সানোয়ারকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সানোয়র হোসেন গতকাল সকালে আলমসাধু নিয়ে ভাড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। তার আলমসাধুটিরও খোঁজ মেলেনি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অজ্ঞান পার্টি যাত্রী সেজে ওই আলমসাধু দুটিতে উঠেছিল বলে ধারণা করছে তারা। চালকদের অজ্ঞান করে তাদের ফেলে রেখে আলমসাধু নিয়ে সটকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।