চুয়াডাঙ্গার পদ্মবিলায় মতবিনিময়সভা অনুষ্ঠিত

ডিঙ্গেদহ প্রতিনিধি: মানুষের দুটি হাতের মধ্যে যেমন একটি হাত দিয়ে কোনো কাজ সুষ্ঠুভাবে সমাপ্ত করতে পারে না। তেমনি দেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী। নারীদের পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। বাল্যবিয়ে দেশের সার্বিক উন্নয়নের পথে প্রধান বাধা। আমাদের দেশের গ্রামাঞ্চলের মানুষেরা মেয়েকে পরিবারের বোঝা মনে করে তড়িঘড়ি করে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই একটা সন্তানসহ ওই মেয়েটি আবার পিতার ঘাড়ে এসে পড়ে। এজন্য বাল্যবিয়ের ফলে দেশে নারী নির্যাতন, তালাক, বহু বিবাহ, আত্মহত্যা বৃদ্ধি পাচ্ছে। আদালতের বেশির ভাগ মামলায় যৌতুক ও তালাকের। চুয়াডাঙ্গা জেলা বাল্যবিয়ের জন্য দ্বিতীয় অবস্থানে। চুয়াডাঙ্গার এ দুর্নাম ঘোচানোর জন্য যেকোনো মূল্যে বাল্যবিয়ে বন্ধ করতে হবে। আমাদের অভিভাবকগণ সন্ধ্যা হলে নিজের হাস মুরগিটি বাড়ি না আসলে খোঁজাখুঁজি করে। কিন্তু নিজের মূল্যবান সম্পদ সন্তানটি বাড়ি আসলে কোনো খোঁজ খবর করে না। সন্তানটি আস্তে আস্তে খারাপ সঙ্গে মিশে মাদকসেবী, সন্ত্রাসী ও জঙ্গিবাদের সাথে জড়িয়ে পড়ে। যে সন্তানটি লেখাপড়া শিখে একদিন পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্পদে পরিণত হবে, সেই সন্তান আপনাদের অবহেলা ও অসর্তকতার কারণে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদে জড়িয়ে পড়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের অভিশাপে পরিণত হবে। ভেঙে চুরে চুরমার হয়ে যাবে আপনাদের লালিত স্বপ্নটি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার পিতার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশে এখন মানুষের মাথাপিছু আয় বেড়েছে। খাদ্যে স্বনির্ভরতা অর্জন করেছে, বেড়েছে শিক্ষার হার। দেশ থেকে যদি বাল্যবিয়ে, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ নিমূল করা না যায় তবে উন্নয়ন টেকসই হবে না। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বাধাগ্রস্থ হবে। এজন্য দরকার সকলের সহযোগিতা। গতকাল মঙ্গবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ইউনিয়ন পরিষদ কতৃক আয়োজিত সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ, বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে মতবিনময়সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এ কথাগুলো বলেন। পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাসের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, জিন্নাত আলি, আব্দুল লতিফ, আওয়ামী লীগ নেতা সাধু বিশ্বাস, শংকরচন্দ্র ইউপি সচিব ফয়জুর রহমান। পদ্মবিলা ইউপি সচিব শাহাজান আলীর উপস্থাপনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মজিবুল হক, বায়েজিদ জোয়ার্দ্দার।