চালককে থাপ্পড় মেরে আলমসাধু ছিনতাই : হাতেনাতে আটক হারুন

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ থেকে ভাড়ায় নিয়ে ডিঙ্গেদহ ফিলিং স্টেশনের নিকট পৌঁছে পাল্টে গেলো চেহারা!

 

স্টাফ রিপোর্টার: কিশোর চালককে থাপ্পড় মেরে আলমসাধু ছিনিয়ে নিয়ে চম্পটের সময় হাতেনাতে ধরা পড়েছে হারুন নামের এক যুবক। গতকাল রোববার বিকেলে সরোজগঞ্জ থেকে চুয়াডাঙ্গায় রওনা হয়ে ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনের নিকট চালককে মারধর করে আলমসাধুটি নিয়ে পালানোর সময় দু মোটরসাইকেল আরোহী ধাওয়া করে হারুনকে আটক করে। তাকে ধরে উত্তমমধ্যম শেষে পুলিশে দেয়া হয়। হাতেনাতে ধরাপড়া হারুন (২৮) তার পরিচয় দিতে গিয়ে বলেছে, তার বাড়ি আলমডাঙ্গা নতিডাঙ্গায়। পিতার নাম আফসার আলী। তাকে গ্রেফতারের পর প্রাথমিক চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেয়া হয়।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে আলমডাঙ্গার পল্লি তিয়রবিলার সাজ্জাদ আলীর ছেলে সাগর (১৬) শ্যালোইঞ্জিন চালিত আলমসাধুচালক। গতকার সাগর ভাড়ার জন্য সরোজগঞ্জ বাজারে অপেক্ষা করছিলো। দুপুরের পর হারুন চুয়াডাঙ্গা থেকে মালামাল নিয়ে সরোজগঞ্জে ফেরার কথা বলে ৬শ টাকা ভাড়া চুক্তি করে। সরোজগঞ্জ থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হয়। ডিঙ্গেদহের হাইওয়ে ফিলিং স্টেশনের নিকট থামতে বলে। চালককে থাপ্পড় মেরে আলমসাধুটি নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে হারুন। বিষয়টি মোটরসাইকেল আরোহীকে জানায় সাগর। মোটরসাইকেল চালক দ্রুত ছুটে গিয়ে আলমসাধু নিয়ে পালানো হারুনকে হাতেনাতে আটক করে। স্থানীয়রা আলমসাধু ছিনতাইয়ের কথা শুনে হারুনকে মারপিট করতে থাকে। এক পর্যায়ে খবর দেয়া হয় পুলিশে। পুলিশ হারুনকে গ্রেফতার করে।