চুয়াডাঙ্গা আলী হোসেন সুপার মার্কেট থেকে অজ্ঞান অবস্থায় অজ্ঞাত বৃদ্ধকে উদ্ধার করে নেয়া হলো হাসপাতালে

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের আলী হোসেন সুপার মার্কেট থেকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে আনুমানিক ৬০ বছর বয়সের অজ্ঞাত এক বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার বেলা ১টার দিকে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের আলী হোসেন সুপার মার্কেটের ভেতর দেশ রেডিও অ্যান্ড ইলেকট্রনিক্সের সামনে আনুমানিক ৬০ বছরের এক বৃদ্ধকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে ভিড় জমায় উৎসুক জনতা। ধারণা করা হয় লোকটি হয়তো অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছে। ঘটনাস্থলে ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাসুদ রানা। তিনি উদ্যোগ নিয়ে বঙ্গজপাড়ার শাহাজাহানের ছেলে লিমন (২৬) ও আলমডাঙ্গার স্বপন আলীর ছেলে ইমনকে (২৩) সাথে নিয়ে বৃদ্ধ লোকটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। লোকটির কাছে ছিলো একটি চাবি ও ৪শ ৪ টাকা। তবে লোকটি কে? কোথা থেকে এসেছে তা নিশ্চিত করে জানা যায়নি।