গড়াইটুপি মেলার ফের অনুমোদন : বিরূপ সমালোচনা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা গড়াইটুপি মোকামতলায় সার্কাস, যাত্রাপালা, ৱ্যাফেল ড্র ও গৃহস্থালী সামগ্রীর দোকান পরিচালনার অনুমোদন দেয়া হয়েছে। শোকের মাসে মেলার অনুমোদনের বিষয়টি গতকাল সোমবার সন্ধ্যা থেকে বিভিন্ন মহলে বিরূপ সমালোচনার ঝড় তোলে।

চুয়াডাঙ্গা গড়াইটুপি মোকামতলা মেলা প্রতিবছর ৭ আষাঢ় শুরু হয়ে এক সপ্তাহ চালানোর রেওয়াজ ছিলো। বেশ কয়েক বছর ধরে মেলার মেয়াদই শুধু বাড়েনি, মেলায় জুয়াসহ নগ্ননৃত্যের আসর যুব সমাজকে বিপথগামী করার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এবার ৭ আষাঢ় পবিত্র রমজান মাসে পড়ার কারণে তা ঈদের পর ১৪ আগস্ট থেকে শুরু হয়। ২৪ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও সময় বৃদ্ধির আবেদন করা হয়। ইজারা গ্রহিতার আবেদন না মঞ্জুর হলেও মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা সদর উপজেলা ইউনিটের নামে অনুমোদন দেয়া হয়। মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা ইউনিট কমান্ড মেলা পরিচালনা করতে গড়াইটুপি মোকামতলায় গেলেও পরিবেশ অনুকূলে না পেয়ে ফিরে আসে। মেলা বন্ধের আবেদন জানান। এরই এক পর্যায়ে গতকাল জানা যায়, তিতুদহের মৃত সোবহানের ছেলে মো. হাসান গাফ্ফার সেলিম নামের একজনকে মেলা পরিচালনার অনুমোদন দেয়া হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে শোকের মাসে মেলার অনুমোদন নিয়ে বিরূপ সমালোচনা শুরু হয়।