চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রতিভাবান হ্যান্ডবল খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস

স্টাফ রিপোর্টার: তৃণমুল পর্যায় থেকে প্রতিভাবান হ্যান্ডবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে ওই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং  চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনূর্ধ্ব-১৬ বছর বয়সী বালক-বালিকাদের মধ্য থেকে প্রতিভাবান হ্যান্ডবল খেলোয়াড় বাছাই করা হচ্ছে। বালক-বালিকা দু-বিভাগ থেকে মোট ২৮জন প্রতিভাবান খেলোয়াড় বাছায় করে তাদেরকে ৬ দিনব্যাপী ক্যাম্পিং করানো হবে বলে জেলা ক্রীড়া সংস্থাসূত্রে জানানো হয়েছে। এ বাছাই পর্বের উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামান, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোর্য়াদ্দার, সহ-সভাপতি হুমায়ুন কবীর মালিক, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুস সালাম, টুটুল মোল্লা, কোষাধ্যক্ষ নাসির আহাদ জোয়ার্দ্দার, নির্বাহী সদস্য ওবাইদুল হক জোয়ার্দ্দার, সালাউদ্দিন মো. মর্তূজা, সাইদুর রহমান মালিক, মেহেরুল্লাহ মিলু, রোজিনা আক্তার সাথী, নাবিলা রুকসানা ছন্দা, ফজলুল হক মালিক, জেহাদ-ই-জুলফিকার টুটুল, হাফিজুর রহমান হাপু, আজিজুল হক শীল ও সোহেল আকরাম। বাছাই কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কোচ মুশফিকুল হাসান নবীন ও তৌহিদুর রহমান সোহেল।