গর্ভবতী মহিলাসহ ৩ জন আহত : একজনকে রেফার্ড

 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে আলমসাধু দুর্ঘটনার কবলে

 

স্টাফ রিপোর্টার: প্রসব বেদনার পর হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন আলমডাঙ্গা তালুককররা গ্রামের গৃহবধূ শরিফা খাতুন। গুরুতর আহত অবস্থায় শরিফাকে রাজশাহী রেফার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে আলমসাধু উল্টে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের তালুককররা গ্রামের রূপচাঁদ মণ্ডলের স্ত্রী শরিফা খাতুনের প্রসব বেদনা উঠলে আলমসাধুযোগে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের উদ্দেশে নেয়া হয়। গতকাল ভোরে চুয়াডাঙ্গা শহরের পৌঁছেন। চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে একটি কুকুরের সাথে ধাক্কা খেয়ে আলমসাধুটি উল্টে যায়। এ ঘটনায় গর্ভবতী শরিফা খাতুনসহ (২৫) রোগীর সাথে থাকা ৩ জন আহত হয়েছেন। আহত অন্যরা হলেন শরিফার ফুফু সুরাতন খাতুন (৪৫) ও খালা শাশুড়ি জায়েদা খাতুন (৫০)। এর মধ্যে শরিফা খাতুনের বাঁ পা ভেঙে গেছে। গরম পানিতে ঝলসে যান সুরাতন। আর জায়েদা শরীরে গুরুতর আঘাত পান। তাদের সবাইকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে শরিফা খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।