কয়েকদিনের মধ্যেই উধাও শীত : দ্রুত বাড়ছে তাপমাত্রা

স্টাফ রিপোর্টার: শীত উধাও। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর চুয়াডাঙ্গায়? উত্তের বঙ্গের মতোই শীত দ্রুত পিছু হটতে শুরু করেছে।
আবহাওয়া অধিদফতর গতকাল সন্ধ্যার পর ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, ময়মানসিংহ ও সিলেট এলাকার দু একটি স্থানে বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কিছু এলাকায় আংশিক মেঘলা ছাড়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনাজপুর, নীলফামারী ও শ্রীমঙ্গলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দ্রুত পরিস্থিতির উন্নতি হচ্ছে। অবশ্য ফাল্গুনে এক দু দিনের একটি হালকা শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে বলেও মন্তব্য আবহওয়া বিশেষজ্ঞদের।
গতকাল শনিবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক শূন্য ও সর্বোচ্চ ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। দিনে ঝলমলে রোদ। রাতে শীতের তীব্রতা কিছুটা থাকলেও কয়েকদিনের মধ্যে পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে।