ট্রাক-ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ভর্তি ট্রাকসহ মাদকব্যবসায়ীকে আটক করেছে। গতকাল শনিবার ভোর পৌনে ৪টার দিকে চুয়াডাঙ্গার গড়াইটুপি মোড় থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। আটকৃত ব্যক্তি নিজেকে পরিচয় দিতে গিয়ে বলেছেন, তিনি ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন চাঁদপুর গ্রামের রমি শেখের ছেলে নজরুল ইসলাম (২৫)। ফেনসিডিল নিয়ে রাজবাড়ীর উদ্দেশে যাচ্ছিলেন।
পুলিশসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আমির আব্বাস, এসআই ইব্রাহিম আলী, এএসআই তরিকুল ইসলাম ও এএসআই রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে আন্দুলবাড়িয়া-সরোজগঞ্জ সড়কের গড়াইটুপি ব্রিজমোড়ে পৌঁছে একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ড- ১৪-৪২৬৩) ব্যারিকেড দিলে চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। এ সময় ট্রাকে থাকা এক মাদকব্যবসায়ীকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে থাকা তিনটি বস্তায় ১৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বেশ কিছুদিন ধরে নজরুলসহ তার সহযোগীরা চুয়াডাঙ্গা থেকে ফেনসিডিল ফরিদপুরসহ রাজধানী ঢাকায় পাচার করে আসছিলো। আটককৃত নজরুল শেখকে মামলাসহ সদর থানায় হস্তান্তর করা হয়।