কোটচাঁদপুর আ.লীগের কাউন্সিলে দলীয় কোন্দলের জের : মহিলাসহ চারজন আহত

কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে আওয়ামী লীগের কাউন্সিলে প্রতিপক্ষের হামলায় ১ মহিলাসহ চারজন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনকে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলের লক্ষ্যে বর্তমানে ওয়ার্ড কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল বুধবার ছিলো সাবদারপুর ইউনিয়নের ৮নং দুর্বাকুণ্ডু ওয়ার্ডের কাউন্সিল। এই কাউন্সিলকে ঘিরে সকাল থেকেই ছিলো টান-টান উত্তেজনা। বেলা ২টার দিকে দলের এক পক্ষের সমর্থকেরা অপর পক্ষের সমর্থকদের ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এ হামলায় আব্দুর রাজ্জাক (৪০), বাবালুর রহমান (৩৫), মঞ্জুর হোসেন (২৮) ও মনোয়ারা আহত হন। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার দেবপ্রসাদ পাল ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল ইসলাম শাহীনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি সাংবাদিকদের জানান, সামান্য গোলযোগ ছাড়া কাউন্সিল শান্তিপূর্ণ হয়েছে। এ কাউন্সিলে শমসের আলী সভাপতি ও রবিউল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। তবে অপরপক্ষের সমর্থকদের দাবি কাউন্সিলে কোনো কমিটি ঘোষণা করা হয়নি।