চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্রের চোখের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালো মানবাধিকার কমিশন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মানবাধিকার কমিশন চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে এক ছাত্রকে চোখের চিকিৎসা বাবদ পাঁচ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় কোর্টপাড়া মানবাধিকার কমিশনের নিজস্ব কার্যালয়ে অনুদান তুলে দেন জেলা শাখার সভাপতি আলহাজ অ্যাডভোকেট গোলাম রহমান। এ সময় মানবাধিকার কমিশনের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফুল ইসলাম খোকন, মানবাধিকার কমিশনের সদস্য আমিরুল ফারুক ও অ্যাড. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের বি.এ স্নাতকের ছাত্র চুয়াডাঙ্গা পলাশপাড়ার জাকির হোসেনের ছেলে বিপ্লব হোসেন (২৮) দীর্ঘদিন ধরে মাথা ও চোখের সমস্যায় ভুগছে। চিকিৎসা সাহায্যের জন্য বিপ্লব হোসেন মানবাধিকার কমিশনের কাছে আবেদন করলে বিষয়টি গুরত্বের সাথে বিবেচনা করে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হয়। বিপ্লব হোসেন জানায়, বর্তমানে সে ডান চোখের সমস্যায় ভুগছে। কোলকাতা ব্যারাকপুর দীশা আই হাসপাতালে ডা. সঞ্জিব ব্যানার্জীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে সে। বিপ্লব হোসেন ডান চোখে কন্ট্রাক্ট লেন্স লাগাতে গতকাল বুধবার ভারতের কোলকাতার উদ্যোশে চুয়াডাঙ্গা ত্যাগ করেছে।