কোটচাঁদপুরে স্কুলের ঠিকানা পরিবর্তনকে কেন্দ্র করে সংঘর্ষ-বোমাবাজি : আহত ৪

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর উপজেলায় স্কুল প্রতিষ্ঠার ৩০ বছর পর সভাপতি কর্তৃক ঠিকানায় একটি গ্রামের নাম লেখাকে কেন্দ্র করে গত শনিবার দু গ্রামের মধ্যে সংঘর্ষ ও বোমাবাজিতে ১২ জন আহত হয়েছে। এদের মধ্যে মারাত্মক আহত ৪ জনকে রাতেই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী জানান, ভোমরাডাঙ্গা, চুয়াডাঙ্গা ও বাটকেডাঙ্গা গ্রামের শিক্ষানুরাগী মানুষেরা ১৯৯৫ সালে একটি মাধ্যমিক বিদ্যালয় গড়ে তোলেন। যার নামকরণ করা হয় ৩ গ্রামের অদ্যাক্ষর নিয়ে বিসিবি মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর-দয়রামপুর, উপজেলা-কোটচাঁদপুর, জেলা-ঝিনাইদহ এ ঠিকানায় সরকার কর্তৃক নিবন্ধিত। কিন্তু বর্তমান স্কুল পরিচালনা কমিটির সভাপতি গালকাটা ইয়াকুব আলী নিবন্ধিত ঠিকানা বাদ দিয়ে গায়ের জোরে সাং- চুয়াডাঙ্গা লেখার জন্য প্রধান শিক্ষকের ওপর চাপ প্রয়োগ করেন। ঠিকানা পরিবর্তন করাকে কেন্দ্র করে সভাপতি গালকাটা ইয়াকুব আলী স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকদের মারধোর করেন। এতো কিছুর পরও সরকারিভাবে ঠিকানা পরিবর্তন সম্ভব নয় জানার পর সভাপতি নিজেই স্কুলভবনের সাইনবোর্ডে সাং-চুয়াডাঙ্গা লেখায় গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। গত শনিবার বিকেলে সভাপতির লোকজন ভোমরাডাঙ্গা গ্রামের ফজলু নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে শারীরিক নির্যাতন করে। এ সংবাদ ছড়িয়ে পড়লে ভোমরাডাঙ্গা গ্রামের উত্তেজিত জনতা ফজলুকে উদ্ধার করতে গেলে গালকাটা ইয়াকুব আলীর লোকজন তাদের ওপর উপর্যুপরি বোমা হামলা ও ইট পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় ১২ জন আহত হয়। উপজেলা নির্বাহী অফিসার দেব প্রসাদ পাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।