কুষ্টিয়ায় বিএসএফ’র গুলি: বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে উজ্বল হোসেন (২৫) নামে বাংলাদেশী এক যুবক আহত হয়েছে। গতপরশু শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
সীমান্তবর্তী স্থানীয়রা জানায়, সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের একদল লোক অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টাকালে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মরুটিয়া থানার ৪৩ বিএসএফ অধিনস্ত রানীনগর বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ যুবক উজ্বল হোসেনকে তার সাথে লোকজন উদ্ধার করে অজ্ঞাত কোনো ক্লিনিকে ভর্তি করিয়েছে। উজ্জল উপজেলার জামালপুর গ্রামের ইউনুস আলীর ছেলে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খান শনিবার রাতে সীমান্ত এলাকায় গুলিবর্ষণের শব্দ শুনেছেন বলে নিশ্চিত করে জানান, এ ধরণের ঘটনায় যারা আহত বা নিহত হয় তারা অসৎ উদ্দেশ্যে বা কোনো অপরাধ সংঘটনে সেখানে যাওয়ার কারণে পরবর্তীতে আমাদের কাছে নিজেরাই ভয়ে আসে না। সে কারণে সঠিক তথ্য পেতেও আমাদের অসুবিধা হয়। তবে এ ঘটনার তথ্যানুসন্ধানে পুলিশ মাঠে নেমেছে।
উল্লেখ্য, গত ৮অক্টোবর রোববার রাতে একই ধরণের ঘটনায় জামালপুর সীমান্তের ১৫২/১৩(এস) সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় উপজেলার জামালপুর গ্রামের মুবার হোসেনের ছেলে বুলবুল হোসেন (২৪) নামে এক যুবক বিএসএফ’র গুলিতে আহত হয়ে অজ্ঞাত ক্লিনিকে ভর্তি হয়েছিলো। পরদিন মথুরাপুর কোহিনুর নাসিং হোম নামের ওই ক্লিনিকের সামনের রাস্তা থেকে গুলিবিদ্ধ বুলবুলের লাশ উদ্ধার করেছিলো দৌলতপুর থানা পুলিশ।