কুষ্টিয়ায় কলেজছাত্র খুনের মূল হোতাসহ দুজন আটক

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় প্রকাশ্যে কলেজছাত্র খুনের মূলহোতাসহ দুজনকে আটক করেছে র‌্যাব। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মজমপুর গেট থেকে তুষার ও তার সহযোগী বড় ভাইকে আটক করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে। গতকার বুধবার সকাল ১০টায় র‌্যাব কার্যালয়ে সাংবাদিকদের এক প্রেসব্রিফিঙে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলো- শহরের আমলাপাড়া এলাকার ফরিদ করিমের ছেলে তুষার আহমেদ (১৮) এবং তার বড় ভাই নিশান আহমেদ (২০)।

কুষ্টিয়া র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার আলী হায়দার চৌধুরী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তুষার তার বন্ধু কলেজছাত্র আসলাম জেলিনকে ছুরকাঘাত করে। এতে জেলিনের মৃত্যু হয়। এ ঘটনার পর তুষার পালানোর চেষ্টাকালে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মজমপুর গেট থেকে তুষার ও তার সহযোগী বড় ভাইকে আটক করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে। মঙ্গলবার বেলা ১টায় কুষ্টিয়া শহরের বাবর আলী গেটে একটি চায়ের দোকানে বন্ধুর ছুরিকাঘাতে কলেজছাত্র আসলাম জেলিন (১৮) খুন হয়। সে আড়ুয়াপাড়ার পদ্মা মসলা মিলের মালিক মাহাবুব ইসলামের ছেলে।