হোটেল ও মুদি দোকানিকে ১৩ হাজার টাকা জরিমানা

জীবননগর হাসাদহে ভ্রাম্যমা আদালতের অভিযান

 

জীবননগর ব্যুরো: জীবননগর হাসাদাহে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড কামাল হোসেন গতকাল বুধবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও বিপণনের অভিযোগে দু হোটেল মালিককে ৫ হাজার করে ও অবৈধভাবে দোকানে পলিথিন মজুদ ও বিক্রির অভিযোগে মুদি দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্টসূত্রে জানা যায়, জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন গতকাল উপজেলার হাসাদাহে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরিচালনাকলে সমাহার সুইটস ও ভাই ভাই হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে ৫ হাজার করে ১০ হাজার টাকা ও একটি মুদি দোকানে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির অভিযোগে ৩ হাজার টাকা জরিমানা করেন।