এলো খুশির ঈদ

 

স্টাফ রিপোর্টার: আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। এক মাস সিয়াম সাধনার পর উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঘরে ঘরে বেজে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর গীতির অতি পরিচিত সুর ‘রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।’ আজ মঙ্গলবার বিকেল থেকেই শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য অগণিত মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকবেন। আজ চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার আর না দেখা গেলে আগামী বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য একসাথে নামাজ আদায় করতে ছেলে, বৃদ্ধ সবাই শামিল হবেন ঈদগাহ ময়দানে। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি করবেন একে অপরের সাথে। দোয়া ও মোনাজাত করবেন বিশ্ব মুসলিমের ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা এবং মুসলিম জাহানের উন্নতি ও সমৃদ্ধি কামনার অঙ্গীকারে। শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ আজ জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। যারা এক মাস রোজা রেখে অভুক্ত থাকার কষ্টকে অনুভব করেছেন, নামাজ, তারাবিহ, ইবাদত-বন্দেগি এবং ইসলামের অনুশাসন পালন করেছেন তাদের জন্য এই ঈদ আনন্দ বেশি উপভোগের, উচ্ছ্বাসের ও শান্তির। তাদের জন্য রয়েছে মহান রাব্বুল আলামিনের এক মহাপুরস্কার। এদিকে ঈদের জন্য ১ থেকে ৯ জুলাই পর্যন্ত ৯ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়। ঈদুল ফিতর উপলক্ষে পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বাণীতে তারা দেশবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশ ও মুসলিম উম্মার মঙ্গল কামনা করেছেন।