ইরাকে আত্মঘাতী হামলায় নিহত ২৭

মাথাভাঙ্গা মনিটর: ইরাকের জুর্ফাল আল-শাখার শহরে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ২৭ জন শিয়া মিলিশিয়া নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬০ জন। সেনা ও পুলিশ সূত্র জানায়, রাজধানী বাগদাদের দক্ষিণের শহরটির উপকণ্ঠে এ হামলা হয়। প্রায় একমাস যুদ্ধ চলার পর গত সপ্তাহে শহরটি থেকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হটিয়ে দিতে সক্ষম হয় ইরাকের সরকারি সেনাবাহিনী। যুদ্ধে শিয়া মিলিশিয়ারা সরকারি বাহিনীকে সাহায্য করেছে। আইএস এর হাত থেকে বাগদাদকে রক্ষা করতে শহরটি দখলে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া, আইএস এর শক্ত ঘাঁটি পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশের সঙ্গে অন্যান্য অঞ্চেলের জঙ্গিদের যোগাযোগ বিছিন্ন রাখা ও দক্ষিণের প্রধানত শিয়া মুসলিমদের চরমপন্থি জঙ্গি দলটির হাত থেকে রক্ষা করতেও এই শহরের দখল রাখা প্রয়োজন। হামলাকারী সেনাবাহিনীর একটি জিপ এ হামলায় ব্যবহার করে। ধারণা করা হচ্ছে, আগে পরাজিত হওয়া সরকারি সেনাদের কাছ থেকেই জঙ্গিরা ওই জিপটি পায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর ডজনখানের বেশি মিলিশিয়ার শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।