আলমডাঙ্গা ইউএনও’র হস্তক্ষেপে ৯ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ের হাত থেকে রক্ষা

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার ইউএনও’র হস্তক্ষেপে নতিডাঙ্গা গ্রামের ৯ম শ্রেণির মাদরাসা ছাত্রী মাবিয়া বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ বিয়েবাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন।

জানা গেছে, গতকাল সোমবার আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামের হেলাল মোড়ের রফিকুলের মেয়ে স্থানীয় মাদরাসার ৯ম শ্রেণির ছাত্রী মাবিয়ার (১৫) এর সাথে নতিডাঙ্গা নতুন মসজিদের ইমাম খুলনা জেলার মুংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের সাইদুলের ছেলে মাদরাসা শিক্ষক মিজানুরের (২৫) বিয়ের দিন ছিলো। কয়েক দিন ধরে মাদরাসা ছাত্রীর বাড়িতে চলতে থাকে ক্ষীর খাওয়াসহ বিয়ের গান-বাজনা। বিয়ে উপলক্ষে বাড়ির সামনে গেট সাজানোসহ আত্মীয়স্বজনদের দাওয়াত দিতে ভুল করেনি কন্যাপক্ষ। গতকাল সোমবার দুপুর ১টার দিকে হাজির হয় বরসহ বরযাত্রী। সংবাদ পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের নির্দেশে মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মিজান সঙ্গীয় ফোর্স নিয়ে বিয়েবাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। সংবাদ পেয়ে এ প্রতিবেদক বিয়েবাড়িতে গেলে বিয়েবাড়ির লোকজন জানান, আমার মেয়ের বিয়ে আমি দেবো, এখানে পুলিশ কেন বিয়ে বন্ধ করে দেবে? পরবর্তীতে আবারো বিয়ের আয়োজন করা হয়। বাড়িতে বরযাত্রী ও কন্যাপক্ষের আত্মীয়স্বজনদের খাওয়া-দাওয়া চলতে থাকে। কাজি ডাকা হয়, আবারো পুলিশ গিয়ে বিয়ে বন্ধ করে দেয়।