ইতিহাসের হাতছানি

স্টাফ রিপোর্টার: টাইগাররা আজ জিতলেই হোয়াইটওয়াশ পাকিস্তান। এতে অক্ষুণ্ণ থাকবে বাংলাদেশ ক্রিকেট দলের এক রেকর্ডও। টাইগারদের ওয়ানডে ইতিহাসে হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া হয়নি একবারও। আজ তেমন সুযোগ ফের টাইগারদের সামনে। গতকাল অনুশীলনে বাংলাদেশ ক্রিকেটারদের শরীরী ভাষাটাও দেখাচ্ছিলো স্পষ্ট। বিকাল সাড়ে তিনটায় মাশরাফি বাহিনী অনুশীলন শুরু করে ফুটবল খেলা দিয়ে। এ সময় ফুরফুরে ও উচ্ছ্বসিত দেখাচ্ছিলো সাকিব, তামিমদের। আগের দিন খেলোয়াড়দের অনুশীলনটা বাধ্যতামূলক ছিলো না। তবে সৌম্য সরকার ও মাহমুদুল্লাহরা অনুশীলনে ঘাম ঝরান যথারীতি। পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজে শুরুর দু ম্যাচে ব্যাট হাতে তেমন রান পাননি বাংলাদেশের এ দুই টপঅর্ডার ব্যাটসম্যান। অনুশীলনে সৌম্য-মাহমুদুল্লাহর বাড়তি মনোযোগ দেখা যাচ্ছিলো গতকালও। গতকাল অনুশীলনে বাড়তি ঘাম ঝরান সাব্বির, নাসিররাও। প্রথম দুই ওয়ানডেতে তামিম মুশফিকদের সাফল্যে ব্যাট হাতে সুযোগই পাননি সাব্বির-নাসির। অন্যদিকে পাকিস্তান দলও বসে থাকেনি। আগের দিন ও গতকাল তারা টানা অনুশীলন সারলো। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামার আগে  অনুশীলনে আজহার বাহিনীর একাগ্রতা দেখা গিয়েছে পরিষ্কার। পাকিস্তানের বিপক্ষে সিরিজের শুরুর দু ওয়ানডেতে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এ জয়ে বড় ভূমিকা রেখেছেন ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনি। কিন্তু তার পার্টনার হিসেবে ওপেন করতে আসা তরুণ সৌম্য সরকার দারুণ শুরু করলেও ২০ রানের কোটা পার করতে পারেননি সিরিজে একবারও। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে সদ্য বিশ্বকাপে দল নজরকাড়া নৈপুণ্য দেখালেও আসরে টাইগারদের আগাগোড়া সমস্যাটা ছিলো ওপেনিং ব্যাটিংয়ে। তামিম ইকবাল ব্যাট হাতে ঘুরে দাঁড়িয়ে তা পরিবর্তন করে দিয়েছেন। ওপেনিংয়ের দুর্বলতা কাটাতে জাতীয় দলে ঢাকা হয়েছিলো রনি তালুকদারকে। তবে বাংলাদেশ দলে অভিষেকটা হয়তো পাকিস্তান সিরিজে হচ্ছে না।

প্রধান নির্বাচক ফারুক আহমেদ পাকিস্তান দলকে হোয়াইটওয়াশের বিষয়ে বেশ আত্মবিশ্বাসী। আজ একাদশে পরিবর্তন হচ্ছে না এমনই ইঙ্গিত তার। দলের বাইরে আছেন আবুল হাসান রাজু, মুমিনুল হক সৌরভ ও রনি। এ তিজনকে আজও বসে থাকতে হবে  ড্রেসিংরুমেই। দলের মিডল অর্ডারের ভরসা মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম ও সাকিব আল হাসানকে বেশ ঘাম ঝরাতে দেখা যায় অনুশীলনে। বিশেষ করে মুশফিকুর রহীম প্রথম ম্যাচে সেঞ্চুরি ও দ্বিতীয় ম্যাচে ফিফটি হাঁকিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন আবার। বরাবর অনুশীলনে বেশ মনোযোগী মুশফিক। দলের কেউ না থাকলেও নিজে নিজেই মাঠে এসে অনুশীনটা সেরে নেন। এমনকি ম্যাচের দিন মাঠে নামার আগেও তাকে দেখা যায় ব্যাটিং অনুশীলটা সেরে নিতে। সাব্বির ও নাসির হোসেন ব্যাট হাতে দুই ম্যাচে সুযোগ না পেলেও দলের আস্থা তাদের ওপর অনেক। বিশেষ করে সাব্বির রহমান রুম্মানতো প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তার বিধ্বংসী রূপ  দেখিয়েছেন ব্যাট হাতে। ব্যাটিংয়ের সাথে বল হাতে ঘূর্ণি জাদুতে এ মুহূর্তে ফর্ম দেখাচ্ছেন নাসির হোসেন। এ মুহূর্তে সৌম্য, সাব্বির ও নাসিরের ফিল্ডিং নৈপুণ্যটাও বিশ্ব পর্যায়ের।

রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মাশরফি বিন মুর্তজা এ বোলার ত্রয়ী পেস আক্রমণে বাংলাদেশকে দিয়েছে নতুন আলো। তাসকিন প্রথম ম্যাচে ৩ উইকেট তুলে নেন। রুবেল দু ম্যাচে পেয়েছেন দুটি। মাশরাফি প্রথম ম্যাচ খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচে নিয়েছেন ১টি উইকেট। আর স্পেশালিস্ট স্পিনার হিসেবে আরাফাত সানির ওপর দলের আস্থার প্রতিদান দিয়েছেন প্রথম ম্যাচে তিনটি ও দ্বিতীয় ম্যাচে একটি উইকেট নিয়ে। দলে স্পিন ভরসা সাকিবতো আছেনই। আগের দিন পাকিস্তান দলকে নিয়ে সতর্কতা দেখান বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ। ১৯৯৯’র বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ে ম্যাচসেরা এ তারকা এতে বলেন, আমরা হয়তো সহজভাবেই জয় পেলাম। তবে পাকিস্তান দলটিকে দুর্বল মনে করার কারণ নেই। তারা নিশ্চয় ঘুরে দাঁড়াতে চাইবে।

পাকিস্তান দলে আজ দুটি পরিবর্তন আসতে পারে। পেসার রাহাত আলীর পরিবর্তে আজ দেখা যাবে ওমর গুলকে। পাকিস্তান দলের হয়ে ১২৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে উমর গুলের শিকার ১৭৩ উইকেট। এছাড়াও দলের ব্যাটিং শক্তি বাড়াতে আজ পাকিস্তান দলে অভিষেক হতে পারে সামি আসলামের।