আ.লীগের চাপে পড়ে বিতর্কিত কথা বলেছেন লতিফ

 

স্টাফ রিপোর্টার: পবিত্র হজ নিয়ে কটূক্তিপূর্ণ বক্তব্য দেয়ায় বড় ভাইয়ের জন্য আল্লাহ ও জাতির কাছে ক্ষমা চাইলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। শনিবার জাতীয় প্রেসক্লাবে লতিফ সিদ্দিকীর বক্তব্যের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি বলেন, আমার ভাই লতিফ সিদ্দিকী আওয়ামী ষড়যন্ত্রের শিকার। তিনি আওয়ামী লীগের চাপে পড়ে ধর্ম নিয়ে বিতর্কিত কথা বলেছে।

কাদের সিদ্দিকী বলেন, আমার বড়ভাই পবিত্র হজ সম্পর্কে যে মন্তব্য করেছেন তাতে আল্লাহ ক্ষমা করবেন কিনা আমি জানি না। তবে পরিবারের সদস্য হিসেবে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন তাকে ক্ষমা করেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার কাদের সিদ্দিকী বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে বলেন, এর জন্য আমার ভাইও ক্ষমা চাইবে। কাদের সিদ্দিকী বলেন, আমার বড় ভাই নিউইয়র্কে বসে হজ সম্পর্কে যে মন্তব্য করেছেন, তাতে মুসলিম সম্প্রদায় যেভাবে মর্মাহত হয়েছে তেমনিভাবে আমিও মর্মাহত। আমি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, মুসলমান হিসেবেই মরতে চাই। আজকে আমি ভারাক্রান্ত হৃদয়ে এ সংবাদ সম্মেলনে এসেছি। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কিংবা মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী আমার কেউ না। কিন্তু তিনি আমার রক্তের সম্পর্কের ভাই। তাই তার পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি তিনি যাতে তাকে মাফ করে দেন ও তাকে হেদায়েত দান করেন।