আসমানখালী বাজারে ভেজাল মধু বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে দু আদিবাসী যুবককে জরিমানা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভেজাল মধু বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত দু আদিবাসী যুবককে জরিমানা করেছেন। পার্বত্য চট্টগ্রাম জেলার টেকনাফের খড়িখোলা গ্রামের সিং কিউ মং’র ছেলে সিং মং (২০) ও উবিং চাকমার ছেলে মনি চাকমা (২৫) গতকাল রোববার সকালে আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে মধু বিক্রি করতে যান। অভিযোগ ওঠে, তারা ভেজাল মধু বিক্রি করছে। বিষয়টি জানতে পেরে আসমানখালী পুলিশ ফাঁড়ি ইনচার্জ রবিউল ইসলাম তাদেরকে আটক করেন। পরে আটককৃতদের আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের নিকট নিয়ে যান তিনি। ওই সময় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের উভয়কে ২শ টাকা করে ৪শ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা ওই দু যুবক পরিশোধ করেন এবং ভবিষ্যতে আর ভেজাল মধু বিক্রি না করার ওয়াদা করে তারা মুক্ত হন।