আলমডাঙ্গায় ২য় এমপি ছেলুন ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হুইপ

 

খেলায় শ্রেষ্ঠত্ব অর্জন সম্ভব শুধুমাত্র নিয়মিত অনুশীলনের মাধ্যমে

আলমডাঙ্গা ব্যুরো: খেলায় শ্রেষ্ঠত্ব অর্জন সম্ভব শুধুমাত্র নিয়মিত অনুশীলনের মাধ্যমে। অনুশীলন ছাড়া মাঠে নেমে কেউ খেলা দেখিয়ে দর্শককে তৃপ্ত করতে পারে না। খেলাধুলা নির্মল আনন্দের বিষয়। খেলা ছাড়া আর কোনো বিষয় মানুষকে নির্মল আনন্দ দিতে পারে না।

গতকাল শুক্রবার আলমডাঙ্গায় ২য় এমপি ছেলুন ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এমপি। এ সময় তিনি আরও বলেন, খেলাধুলার মধ্যে হারজিত আছে। হারলে ভেঙে না পড়ে ভবিষ্যতে বিজয়ী হওয়ার নতুন করে শপথ নিতে হয়। নিজের ত্রুটি সম্পর্কে সচেতন হতে হয়। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, বিশিষ্ট শিক্ষানুরাগী ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনুজ্জামান, থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক জিহাদি জুলফিকার টুটুল, জেলা আওয়ামী লীগ নেতা মাসুদুজ্জামান লিটু, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুণ।

২য় এমপি ছেলুন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নিয়ে আলমডাঙ্গা সিনিয়র একাদশকে ৭৭ রানে হারিয়ে চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রিড়াচক্র বিজয়ী হয়েছে। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।