তিতুদহের খাসপাড়া মাঠ থেকে ৭টি শ্যালোমেশিন চুরি : সালিস বৈঠকে আসেনি চিহ্নিত চোরচক্র

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার খাসপাড়া গ্রামের মাঠ থেকে ইরিবোর মরসুমে এক মাসের ব্যবধানে ৭টি শ্যালোমেশিন চুরির ঘটনা ঘটেছে। একটি মেশিন উদ্ধারের মধ্যদিয়ে চিহ্নিত হয়েছে চোরচক্র। মেশিন ফেরত পাওয়ার আশায় সালিস বৈঠকে ডাকা হলেও হাজির হয়নি এলাকার চিহ্নিত  চোরচক্র। গ্রামবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভের। দোষীদের শাস্তির দাবিতে করা হয়েছে গণস্বাক্ষর। অবস্থা বেগতিক বুঝে গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা।

গ্রামবাসী জানায়, মাস খানেকের ব্যবধানে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাসপাড়া গ্রামের মাঠ থেকে ফয়জদ্দিন প্রধানের ছেলে আব্দুল আজিজ, আরফান বকাউলের ছেলে ইউনুচ, ফয়েজ বক্সের ছেলে শফিউল্লা, তাহার আলীর ছেলে রমজান ও ফয়েজ উদ্দিনের ছেলে বাচ্চুর একটি করে শ্যালোমেশিন চুরি করে নিয়ে যায় চোরচক্র। সপ্তা দুয়েক আগে বাচ্চুর শ্যালোমেশিনটি জীবননগর উপজেলার মিনাজপুর গ্রাম থেকে উদ্ধার হয়। সেইসূত্র ধরে চুরি যাওয়া শ্যালোমেশিন মালিকেরা জানতে পারেন শ্যালোমেশিন চুরির সাথে ইউনিয়নের হারদাচাঁদপুর গ্রামের নায়েব আলীর ছেলে জাহাঙ্গীর, ফকর উদ্দিনের ছেলে আশরাফ, রমজান আলীর ছেলে রিপন, নুরুল্লাপুর গ্রামের মস্তাকের ছেলে হারুন এবং গোবরগাড়া গ্রামের কাশেম জড়িত। এ ঘটনায় গতকাল শুক্রবার গ্রামের মকবিলের বাড়ির সামনে শিক্ষক আমিনুল ইসলামের সভাপতিত্বে বসে সালিস বৈঠক। সালিস বৈঠকে অভিযুক্তদের ডাকা হলেও তারা হাজির হয়নি। হাজির না হওয়ায় গ্রামবাসীর নিকট বিষয়টি পরিষ্কার হয়ে পড়ে। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে সৃষ্টি হয় ক্ষোভের। অভিযুক্তদের শাস্তির দাবিতে করা হয় গণস্বাক্ষর। গ্রামবাসী জানায় অবস্থা বেগতিক বুঝে গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।