আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে এক যুবকের দেড় বছর কারাদণ্ডাদেশ

 

আলমডাঙ্গা ব্যুরো: উপজেলা গাংনীর মাদকাসক্ত যুবক শরিফুল ইসলামকে মোবাইলফোন চুরির দায়ে ভ্রাম্যমাণ আদালত দেড় বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার গতকাল দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ যুবক আলমডাঙ্গা হাইরোডের একটি সেলুনের দোকান ও একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে দুটি মোবাইলফোন চুরি করে অন্যত্র বিক্রির চেষ্টাকালে হাতেনাতে ধরা পড়েন।

জানা গেছে, মেহেরপুর জেলার গাংনী উপজেলা শহরের মোহাম্মদ আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৩) মাদকাসক্ত। মোবাইলফোন চুরি করে বিক্রি করে নেশা করতো। গতপরশু সে আলমডাঙ্গা শহরের এক সেলুনের দোকানে চুল কাটাতে গিয়ে সেলুন মালিক বিজয় কুমার ও নজরুলের মোটরগ্যারেজ থেকে একটি করে দুটি মোবাইলফোন চুরি করে। গতকাল সে মোবাইলফোন দুটি অন্যত্র ১৭শ টাকায় বিক্রিকালে হাতেনাতে ধরা পড়ে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তাকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট উপস্থিত করলে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দেড় বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন এসআই আনিচসহ সঙ্গীয় ফোর্স।