আলমডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে ২১ ফেব্রুয়ারির প্রস্তুতিসভা

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে গতকাল মহান ২১ ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। ওই প্রস্তুতিসভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) আসিফুর রহমান, আলমডাঙ্গা থানার উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, অফিসার ইনচার্জ মামুন-অর-রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মজিবর রহমান, মুক্তিযোদ্ধা ডা. সাহাবুদ্দিন আহমেদ সাবু, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এইচএম শামীমুজ্জামান, প্রকল্প অফিসার মিজানুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার সামিউল আলম, আলমডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুস সাত্তার, উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার আব্দুস সাত্তার, উপজেলা আনসার-ভিডিপি অফিসার নুরুল ইসলাম, পরিসংখ্যক অফিসার রাশিদুজ্জামান, ইউআরডিবি কর্মকর্তা হোসনে আরা বেগম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাফিজুর রহমান, আলমডাঙ্গা বহুমুখি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পূর্ণিমা রাণী সাহা, ব্রাইট স্কুলের প্রধান শিক্ষক ফখরুল আলম, প্রেসক্লাব সভাপতি হামিদুল ইসলাম আজম, প্রেসক্লাব সভাপতি শাহা আলম মন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার শাহিন রেজা শাহিন, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, কাউন্সিলর দ্বীনেশ কুমার বিশ্বাস, মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আলী হায়দার, মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেছ উদ্দিন, আদর্শ প্রাথমিক প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন, জেএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরীন সুলতানা প্রমুখ।