আজও এসএসসি পরীক্ষা রয়েছে

 

স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমানের পরীক্ষা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবারও এ পরীক্ষা রয়েছে। অপরদিকে লিখিত পরীক্ষা পেছানোর কারণে বোর্ডগুলো এবার ব্যবহারিক পরীক্ষাও পিছিয়েছে। পাশাপাশি উত্তরপত্র গ্রহণের জন্য নতুন করে চতুর্থ দফায় তারিখ ঘোষণা করেছে। শুক্রবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে ১৩ শিক্ষার্থী ও ২ শিক্ষক বহিষ্কার হয়েছেন। এছাড়া ৪ হাজার ৭৪৬ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলো।

গতকাল শুক্রবার এসএসসিতে ধর্ম, দাখিলে ফিকহ ও উসুলুল ফিকহ এবং কারিগরিতে পদার্থবিজ্ঞানের পরীক্ষা নেয়া হয়। আজও পরীক্ষা রয়েছে। এরমধ্যে এসএসসিতে নতুন সিলেবাসে বাংলাদেশ ও বিশ্বপরিচয়, পুরাতন সিলেবাসে সামাজিক বিজ্ঞান, দাখিলে সামাজিক বিজ্ঞান, তাজবিদ নসর ও নযম (মুজাব্বিদ গ্রুপ), তাজবিদ (হিফজুল কোরআন গ্রুপ) এবং এসএসসি ভোকেশনালে উচ্চতর গণিত-২, হিসাববিজ্ঞান-২, ভূগোল ও পরিবেশ-২, কৃষি শিক্ষা-২ বিষয়ের পরীক্ষা হবে। এ পরীক্ষাটি ১ মার্চ নেয়ার কথা ছিলো।