অভিবাসীদের সুবিধা কমানোর পরিকল্পনা ক্যামেরনের

মাথাভাঙ্গা মনিটর: ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো থেকে যুক্তরাজ্যে পাড়ি জমানো অভিবাসীদের কল্যাণ সুবিধা কমানোর পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ক্যামেরন বলেন, ইইউভূক্ত দেশগুলো থেকে আসা অভিবাসীদের ট্যাক্স ক্রেডিট বা কাউন্সিল হাউজের মতো সুবিধাগুলো পেতে অন্তত চার বছর অপেক্ষা করতে হবে। আসন্ন নির্বাচনে আবারো নির্বাচিত হতে পারলে এ পরিকল্পনা সফল করতে পারবেন বলে জানিয়েছেন ক্যামেরন। সেইসাথে যুক্তরাজ্যের ইইউর সাথে থাকা না থাকার বিষয়টিও এ পরিকল্পনার ওপর অনেকাংশে নির্ভর করবে বলে জানান তিনি। যুক্তরাজ্যে অভিবাসীর সংখ্যা আবারো বাড়তে শুরু করেছে এবং এ বছর দেশটিতে অভিবাসীর সংখ্যা ২০১০ সালকেও ছাড়িয়ে গেছে। পশ্চিম মিডল্যান্ডে এক সমাবেশে অভিবাসীদের বিষয়ে এ পরিকল্পনার কথা জানান ক্যামেরন। আগামী বছর মে মাসে যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে ক্যামেরন এ প্রতিশ্রুতি দিয়েছেন বলে ধারণা বিশেষজ্ঞদের। ২০১৫ সালের নির্বাচন নিয়ে আয়োজিত বিভিন্ন মতামত জরিপে দেখা গেছে ভোটাররা অভিবাসীদের নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত। এ ব্যাপারে কঠোর নীতি গ্রহণের চাপ রয়েছে ক্যামেরনের ওপর।