ৱ্যাঙ্কিংয়ে পেছালো বাংলাদেশের ক্রিকেটাররা

স্টাফ রিপোর্টার: ফতুল্লায় ড্র হওয়া টেস্টে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সের প্রভাব পড়েছে তাদের টেস্ট ৱ্যাঙ্কিংয়ের অবস্থানে। একমাত্র সাকিব আল হাসান ছাড়া প্রায় সবাই টেস্ট ৱ্যাঙ্কিংয়ে পিছিয়েছেন। টেস্টের বোলারদের ৱ্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ষষ্ঠদশ স্থানে আছেন সাকিব। ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে ১০৫ রানে ৪ উইকেট নিয়েছিলেন এ সংস্করণের ক্রিকেটের সেরা এ অলরাউন্ডার। বোলারদের ৱ্যাঙ্কিংয়ে এগুলেও ব্যাটসম্যানদের ৱ্যাঙ্কিংয়ে পিছিয়েছেন সাকিব। এক ধাপ পিছিয়ে ২৯তম স্থানে আছেন তিনি। সবশেষ প্রকাশিত আইসিসির এ ৱ্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে আরও পিছিয়েছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। মুমিনুল দুধাপ পিছিয়ে ২৪তম এবং মুশফিকুর তিন ধাপ পিছিয়ে ৪৮তম স্থানে আছেন।
ব্যাটসম্যানদের ৱ্যাঙ্কিংয়ের শীর্ষ চারে বড় পরিবর্তন হয়েছে। তিন ধাপ এগিয়ে শীর্ষে উঠে গেছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা নেমে গেছেন দ্বিতীয় স্থানে। দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্স ও হাশিম আমলা আছেন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে। বোলারদের ৱ্যাঙ্কিংয়ে বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম ৬ ধাপ পিছিয়ে গেছেন, ৪৩তম স্থানে আছেন তিনি। বোলারদের মধ্যে শীর্ষে যথারীতি আছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন।