সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে ৩ ডাকাত গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। এ সময় আহত হয়েছেন দু উপপরিদর্শকসহ ৪ পুলিশ। সোমবার রাত ৩টার দিকে উপজেলার মাগুরা গ্রামের একটি পানের বরজের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ৩টি রাম দা, ৪টি ককটেল, বন্দুকের ৫টি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।
গুলিবিদ্ধ ডাকাতরা হলো- তালা উপজেলার চাঁদকাটি গ্রামের সুবান শেখের ছেলে কালাম শেখ (৩৫), মিঠাবাড়ি গ্রামের আলাউদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন ও মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার জাকির হোসেনর ছেলে জিল্লুর রহমান। আহত পুলিশ সদস্যরা হলেন- তালা থানার এসআই পিন্টু লাল দাশ, আকরাম হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাদাৎ হোসেন ও প্রকাশ। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাগুরা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে তিন ডাকাত পায়ে গুলিবিদ্ধ হয় ও চার পুলিশ আহত হয়। আহত ডাকাতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।