হচ্ছে না ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ!

 

মাথাভাঙ্গা মনিটর: আদালতের নিষেধাজ্ঞায় বেশ বিপাকেই রয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। নিষেধাজ্ঞার কারণে ২৪ ঘণ্টার ব্যবধানে ইংলিশদের বিপক্ষে যে টেস্ট সিরিজ শুরুর কথা তা হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।  আদালতের নির্দেশের কারণে বিসিসিআই তহবিল আপাতত জব্দ রয়েছে। আর এ কারণে অতিথি দল ইংল্যান্ডের খরচ দিতে পারছে না বিশ্বের সবচেয়ে ধনী বোর্ডটি। লজ্জার মাথা খেয়ে তারা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে (ইসিবি) নিজেদের খরচ বহন করার অনুরোধও জানায় বিসিআইসি। কিন্তু আজ বুধবার থেকে মাঠে গড়ানো টেস্ট সিরিজের খরচ প্রদানের টাকাও যে বোর্ডটি দিতে পারছে না। আর এ কারণে সিরিজ শুরু হবে কি না তা নিয়েও শংকা দেখা দিয়েছে। খরচ করার অনুমতি না পেলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টটা বাতিল হয়ে যেতে পারে। কয়েক মাস ধরেই লোধা কমিটির নির্দেশনা পালন করা না-করা নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে ঝামেলা চলছে। সুপ্রিম কোর্ট নিয়োজিত এই কমিটি বিসিসিআইয়ে স্বচ্ছতা ও জবাবদিহি আনতে কিছু সংশোধনের সুপারিশ করেছিলো। ওই সুপারিশের ভিত্তিতে গত মাসে ভারতের সুপ্রিম কোর্ট কিছু নির্দেশ দিয়েছেন যার মধ্যে একটি- টেস্ট যেখানে হবে, সেখানকার রাজ্য বোর্ডকে টাকা দেয়ার আগে আদালত নিয়োজিত একটি বিশেষ প্যানেলের কাছ থেকে অনুমতি নিতে হবে বিসিসিআইকে।

টেস্ট সামনে রেখে মঙ্গলবার সুপ্রিম কোর্টের কাছে অর্থ ছাড় দেয়ার ব্যাপারে পিটিশনও করেছে বিসিসিআই। সেখানে লেখা আছে, ‘যতক্ষণ পর্যন্ত বোর্ডের জন্য অর্থ ছাড় না দেয়া হচ্ছে, ইংল্যান্ড ও ভারতের মধ্যে টেস্ট ততক্ষণ হচ্ছে না।’ পিটিশনের শুনানি আজই হওয়ার কথা।