সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে মালয়েশিয়া

স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে উঠেছে মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দল। সিলেট জেলা স্টেডিয়ামে বৃহস্পতিবার গোল্ডকাপের প্রথম সেমি-ফাইনালে মালয়েশিয়ার একমাত্র গোলটি করেন কুমাহরান। ৫০তম মিনিটে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে ছিটকে দিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তিনি। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে গোল্ডকাপের শেষ চারে জায়গা করে নেয় মালয়েশিয়া। উদ্বোধনী ম্যাচে সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশকে ১-০ গোলে হারানোর পর শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারায় তারা। থাইল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরে গোল্ড কাপ শুরু করেছিল সিঙ্গাপুর। তবে বাহরাইনের বিপক্ষে ড্র করায় ‘বি’ গ্রুপের রানারআপ হিসেবে শেষ চারে জায়গা করে নেয় দলটি।
৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ফাইনালে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ীর সাথে খেলবে মালয়েশিয়া। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল পাঁচটায় গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও থাইল্যান্ড।