সাতক্ষীরা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াটচক্র ফাইনালে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার শ্যামনগর স্কুলমাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে উন্নীত হয়েছে চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াটচক্র। গতকাল রোববার বিকেল ৩টায় অনুষ্ঠিত খেলায় চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্রের মুখোমুখি হয় যশোর জেলা ফুটবল দল। দু পক্ষের হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুহুর মুহুর আক্রমণ আর পাল্টা আক্রমণ চললেও কেউ কারোর জালে বল জড়াতে পারেনি। তবে ফাইনালে কোন দল যাবে তা নিশ্চিত করতে টাইব্রেকারের প্রয়োজন হয়। সেখানেও উভয় দল একে অপরের জালে ৫টি করে বল প্রবেশ করায়। ম্যাচের ফলাফল আবারো ড্র। এবার সহায়তা নেয়া টাইব্রেকার পদ্ধতির ১:১ পদ্ধতি। এ পদ্ধতিতে চুয়াডাঙ্গা জেলা দল প্রথমেই গোল করে বসে। সেই সাথে চুয়াডাঙ্গার গোলরক্ষক যশোরের একমাত্র শর্টটি রুক্ষে দিয়ে আনন্দে বন্যায় ভাসায় চুয়াডাঙ্গার খেলোয়াড় ও কর্মকর্তাদের। যোগ্যতার প্রমাণ দিয়ে চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্র পেয়ে যায় ফাইনালে খেলার টিকেট। শেখ রাসেলের পক্ষে গোল করেন দলনায়ক মুরাদ, তরু, সুমন, কুবরা, সোহেল ও বিপ্পা। আগামী শুক্রবার একই মাঠে ফাইনালে চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্র মুখোমুখি হবে খুলনা ও নওয়াপাড়ার মধ্যে বিজয়ী দলের সাথে। শেখ রাসেল ক্রীড়াচক্রের কোচ ছিলেন সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, ম্যানেজার ছিলেন শহিদুল কদর জোয়ার্দ্দার। এছাড়া দলের সাথে ছিলেন নাজমুল হক শান্তি, হাফিজুর রহমান হাপু, রাসেল, পিয়াস, চঞ্চল প্রমুখ। ফাইনালে উন্নীত হওয়ায় দলের কোচ, ম্যানেজার, সকল খেলোয়াড় ও কর্মর্তাদের ধন্যবাদ জানিয়েছেন শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নঈম হাসান জোয়ার্দ্দার। আগামী শুক্রবার ফাইনালে যাতে ভালো খেলে দল চ্যাম্পিয়ন হয়ে জেলার মুখ উজ্জ্বল করতে পারে সে জন্য তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।