দামুড়হুদায় ঝড়ে মাঠের ধানসহ আমবাগানের ব্যাপক ক্ষতি

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ঝড়ে মাঠের ধানসহ আমবাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া দমকা ঝড়ে এলাকার হাজারো গাছপালা ভেঙে গেছে। ফলে ২৪ ঘণ্টা বিদ্যুতবিহীন থাকতে হয়েছে এলাকাবাসীকে। দামুড়হুদা দশমীপাড়ার আমব্যবসায়ী আবুল হাশেম, আব্দুর রশিদ, শহিদ আজম সদু, কামরুল ইসলামসহ ক্ষতিগ্রস্ত বাগানমালিকরা বলেন, গত শনিবার সন্ধ্যায় কালবোশেখি ঝড়ে অধিকাংশ বাগানে আম ঝরে পড়ে এবং বেশ কিছু গাছ ও ডাল ভেঙে ক্ষতি হয়েছে। ফলে বড় ধরনের লোকসানের মুখে পড়েছে এলাকার আমব্যবসায়ীরা। এছাড়া মাঠে থাকা অধিকাংশ পাকা ধান মাটিতে লুটিয়ে পড়ে ধানচাষিদেরও ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।