শিরোপা ঘরে তুললো দক্ষিণাঞ্চল

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশক্রিকেট লিগের ফাইনালে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে বিশাল জয় নিয়ে শিরোপাঘরে তুললো দক্ষিণাঞ্চল। প্রতিপক্ষের অধিন‍ায়ক আব্দুর রাজ্জাকের ঘূর্ণিজাদুতে ২১৩ রানের বিশাল পরাজয় নিয়ে মাঠ ছাড়ে উত্তরাঞ্চল। জয়ের জন্য ৫৭৩রানের পাহাড়সম টার্গেটে খেলতে নেমে ৩৫৯ রানেই সবকটি উইকেট হারায়উত্তরাঞ্চল।গতকাল মঙ্গলবার উত্তরাঞ্চলের দু অপরাজিত ব্যাটসম্যান নাসিরহোসেন (৬৭) এবং ফরহাদ হোসেন (৮৫) রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন।কিন্তু দিনের দ্বিতীয় ওভারের প্রথম বলেই আর কোনো রান যোগ না করে আল-আমিনেরবলে সরাসরি বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক নাসির হোসেন। এরপরই মাত্রএক রান করে মোস্তাফিজুর রহমানের বলে আউট হয়ে যান তানভির হায়দার। দিনেরশুরুতেই মাত্র এক রানের ব্যবধানে দুটি গুরুত্বপূর্ণ উইকেট হারালেও হামিদুলইসলামকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ফরহাদ হোসেন।কিন্তুআব্দুর রাজ্জাক তার ঘূর্ণি জাদুতে সবকিছু তছনছ করে দেন মুহূর্তেই। একে একেহামিদুল ইসলাম (২২), ফরহাদ রেজা (১৬), শুভাশিষ রায় (৪) ও ফরহাদ হোসেনকে (১২৯) সাজঘরে ফেরান এ বাহাতি ঘূর্ণি জাদুকর। উত্তরাঞ্চলের ফরহাদ হোসেন১৭টি চারের সাহায্যে দলীয় সর্বোচ্চ ১২৯ রান করেন।দক্ষিণাঞ্চলেরঅধিনায়ক আব্দুর রাজ্জাক ১০২ রানে ছয়টি উইকেট দখল করেন।

এছাড়া আল-আমিন হোসেনদুটি, শুভাগত হোম ও মোস্তাফিজুর রহমান একটি করে উইকেট দখল করেন। দ্বিতীয়ইনিংসে ২০৪ রানের ইনিংসটির জন্য ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন দক্ষিণাঞ্চলেরইমরুল কায়েসএবং টুর্নামেন্টে অসাধারণ বোলিং করা সর্বোচ্চ উইকেট শিকারীউত্তরাঞ্চলের তাইজুল ইসলাম সিরিজ সেরা খোলোয়াড় নির্বাচিত হয়েছেন।বিসিএল’রপ্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিলো ওয়ালটন সেন্ট্রাল জোনএবং রানারআপ হয়েছিলোউত্তরাঞ্চল। এবারো রানারআপ হলো তারা। টানা দুবার ফাইনাল খেলে শিরোপাঘরে তুলতে না পেরে কষ্টটা আরো দীর্ঘয়িত হলো উত্তরাঞ্চলের।