শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ দিতে হবে : জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার: শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা ও খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করা অভিভাবকবৃন্দের নৈতিক কতর্ব্য। শুধু লেখাপড়ার ওপর নির্ভর করে একজন শিশুকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। গতকাল শনিবার বিকেলে শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্র নাথ পোদ্দারের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন একথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম, আলুকদিয়া ইউপি পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল ও সাবেক চেয়ারম্যান আইনজীবী বেলাল হোসেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা খাতুন ও অনুষ্ঠানের অতিথিবৃন্দ। ২য় পর্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিমণ্ডলী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক শেখ সেলিম।