যশোরে অনুষ্ঠিত খেলায় চুয়াডাঙ্গা অনূর্ধ্ব-১৮ দল ৪৬ রানে অলআউট।

 

মাথাভাঙ্গা মনিটর: যশোরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার খেলায় চুয়াডাঙ্গা জেলা দল ৪৬ রানে অলআউট হয়েছে। গতকাল শুক্রবার যশোর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ৩৫ ওভারে মাগুরা জেলা দল ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করে। বৃষ্টি বিঘ্নিত খেলায় ডাকওয়াথ লুইস পদ্ধতিতে চুয়াডাঙ্গা জেলাদলকে ২০ ওভারে ১১২ রানের টার্গেট দেয়া হয়।

জবাবে চুয়াডাঙ্গা জেলা দল মাত্র ৪৬ রানে অলআউট হয়। আগামীকাল চুয়াডাঙ্গা জেলাদল তাদের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে সাতক্ষীরা জেলা দলের বিপক্ষে। চুয়াডাঙ্গা জেলা দলের হতাশাজনক এ পারফর্মে টিম সিলেকশন ও টিমের কোচের অতিরিক্ত পান্ডিত্বকে অনেকে দায়ী করেছেন। ওই একই কোচের অধীনে ফরিদপুরে অনুষ্ঠিত খেলায় চুয়াডাঙ্গা জেলা দল ৩১ রানে অলআউট হয়েছিলো। এ বছর চুয়াডাঙ্গা অনূর্ধ্ব-১৮ দলের কোচ ও সিলেক্টর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সাইফ রাসেল ও জিহাদী জুলফিকার টুটল। আগামীকাল চুয়াডাঙ্গা জেলাদল তাদের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে সাতক্ষীরা জেলা দলের বিপক্ষে।