যশোর জেলা দলকে হারিয়ে ঝিনাইদহ জেলা দলের শুভ সূচনা

চুয়াডাঙ্গায় অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অনূর্ধ্ব-১৮ ইয়াং টাইগার্স জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা নতুন (জাফরপুর) স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক সায়মা ইউনুস। শান্তির প্রতীক শ্বেতকবুতর ও গ্যাস বেলুন উড়িয়ে প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চুয়াডাঙ্গার ক্রিকেটকে এগিয়ে নিতে এ নতুন স্টেডিয়াম যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তেমনি বিসিবির  মনোনীত ভেন্যু হওয়ায় চুয়াডাঙ্গার ক্রিকেটাররা ভালো ভালো ক্রিকেটারের সান্নিধ্য লাভ করবে। যা তাদেরকে বড় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেবে। এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আঞ্জুমানারা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রাজ্জাক, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, বিসিবি কর্মকর্তা জাভেদ ইসলাম তাপস, মানোয়ার হোসেন মনু ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক মুন্না। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্যগণ এবং আমন্ত্রিত ৫টি জেলার ক্রিকেট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে টসে জয়লাভ করে ঝিনাইদহ জেলা ১২৬ রানে অলআউট হয়।

জবাবে যশোর জেলাদল ৯২ রানে অলআউট হয়। ফলে ৩৪ রানে জয়লাভ করে শুভ সূচনা করে ঝিনাইদহ জেলা দল। উদ্বোধনী ম্যাচে জয়লাভ করায় ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুদ্দিন টিপু ও জেলা দলের কোচ রবিন সকল খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন। আজ সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া ও নড়াইল জেলা দল মুখোমুখি হবে।