মেসিকে পেছনে ফেলবেন রোনালদো

মাথাভাঙ্গা মনিটর: মেসির তুলনায় ক্রিস্টিয়ানো রোনালদো বেশি ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন ফ্রান্সের সাবেক তারকা স্ট্রাইকার জিনেদিন জিদান। গোলডট কমের সাথে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন। জিদান বলেন, রোনালদো যা করে তা দেখে মনে হয় সে অন্য কোন গ্রহ থেকে এসেছে। এরকম ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে সে আরো ভাল করবে এবং হয়তবা মেসির তুলনায় আরো বেশিবার বিশ্বসেরার পুরস্কার ছিনিয়ে নিবে। স্বদেশি করিম বেনজেমার প্রশংসা করতে গিয়ে জিদান বলেন, বেনজেমা রিয়ালের আরেকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে সেই ধরনের খেলোয়াড় নয় যে ক্রিস্টিয়ানোর মতো মরসুমে ৬০ গোল করবে। কিন্তু তার গুণাবলী অবশ্যই প্রশংসার যোগ্য। সে দলের সকলের সাথে সমঝোতা করে খেলে এবং সঠিক সময়ে দলের প্রয়োজনে সঠিক কাজটাই করে। বিশ্বের খুব কম সংখ্যক খেলোয়াড়ই এমন খেলতে পারে। মাত্র এক সপ্তা আগে ফিফার সদর দপ্তর জুরিখে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের ২০১৪ সালের বিশ্ব সেরা খেলোয়াড়ের খেতাব ব্যালন ডি’অর জয় করেন ২৯ বছর বয়সী পর্তুগিজ তারকা। এ নিয়ে তৃতীয়বারের মতো রোনালদো এ পুরস্কার জিতলেন। অন্যদিকে মেসি জিতেছেন চারবার। রিয়ালের হয়েই ক্লাব ফুটবলে নিজের শেষ ম্যাচ খেলেছিলেন ৪২ বছর বয়সী জিদান। বর্তমানে রিয়ালের রিজার্ভ দল ক্যাসটিলার ম্যানেজারের দায়িত্ব পালন করছেন।