ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত

মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর এবার ইংল্যান্ডের কাছেও বিধ্বস্ত হয়েছে ভারত। গতকাল মঙ্গলবার ব্রিসবেনে অনুষ্ঠিত খেলায় ৯ উইকেটের সহজ জয় পেয়েছে ইংল্যান্ড। টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় ভারত। দলীয় ১ রানের মাথায় সাজঘরে ফিরে যান শিখর ধাওয়ান। দ্বিতীয় উইকেট জুটিতে ভালোই খেলছিলেন রাহানে ও রাইডু। কিন্তু দলীয় ৫৭ রানের মাথায় রাহানে আউট হয়ে গেলেই শুরু হয় ভারতে পতন। ফিনের গতির ঝড়ে এলোমেলো হয়ে যায় ভারতের ইনিংস। রাহানের পর একে একে বিদায় নেন বিরাট কোহলি, রাইডু ও মহেন্দ্র সিং ধোনিকে। সব মিলিয়ে ৩৩ রানে ৫ উইকেট নিয়ে ভারতকে বিধ্বস্ত করে দেন এ পেসার। ফিন টপঅর্ডার আর মিডলঅর্ডার গুড়িয়ে দেয়ার পর লোয়ার অর্ডার গুটিয়ে দেন অ্যান্ডারসন। ১৮ রানে ৪ উইকেট নেন এ পেসার। এ দুজনের পেসে ৩৯.৩ ওভারে ১৫৩ রানে অলআউট হয়ে যায় ভারত। একটি মাত্র উইকেট হারিয়ে ১৫৬ রান তুলে নেয় ইংল্যান্ড। বেল ৮৮ ও টেইলর ৫৬ রানে অপরাজিত থাকেন। অসাধারণ বোলিং করে ম্যাচ সেরার পুরস্কার পান ফিন। দু ম্যাচ খেলে দুটিতেই হেরে যাওয়া ভারত ত্রিদেশীয় সিরিজে তাদের পরের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সিডনিতে ম্যাচটি হবে আগামী সোমবার।