বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন নারাইন

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপের আগে বড় একটি ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রতিযোগিতার চূড়ান্ত দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অফস্পিনার সুনিল নারাইন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড গত মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন অ্যাকশনে আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিকেটে দীর্ঘ সময় আত্মবিশ্বাসের সাথে বল করতে নারাইনের আরো সময় দরকার।

বোর্ড জানায়, নারাইন তার বোলিং অ্যাকশনে পরিবর্তন এনেছেন। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, এখন তার কনুই ১৫ ডিগ্রির কম বাঁকে। আন্তর্জাতিক ক্রিকেটে নারাইনের বোলিঙের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে গত সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে আম্পায়াররা তার বোলিং অ্যাকশন সন্দেহজনক বলার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখছেন তিনি। নারাইন জানান, নতুন অ্যাকশনের সাথে পুরোপুরি মানিয়ে নিতে তার আরো অনুশীলন ও আরো ম্যাচ খেলা প্রয়োজন। বোর্ডের সাথে এ বিষয়ে আলোচনার পর দু পক্ষই তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। এখনো নারাইনের বিকল্প ঘোষণা করেনি ওয়েস্ট ইন্ডিজ।