সহিংসতায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় সারাদেশে ১৪ দলের গায়েবানা জানাজা শুক্রবার

স্টাফ রিপোর্টার: সহিংসতায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শুক্রবার বাদ জুমা সারাদেশে গায়েবানা জানাজার কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ১৪ দল। একই দিন বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে ১৪ দল। বুধবার রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। এদিন সকালে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শ্রমিক-কর্মচারী, পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সঙ্গে বৈঠক করে ১৪ দল। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সহিংসতায় নিহতদের স্মরণে শুক্রবার বাদ জুমা ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১৪ দলের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ-হরতালে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে ওই দিন সারাদেশের জেলা ও উপজেলায় একই কর্মসূচি পালিত হবে বলে জানান তিনি। চলমান অবরোধ-হরতালে মানুষ পুড়িয়ে মারার জন্য বিএনপির কঠোর সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে কঠোর থেকে কঠোর হতে হবে। শান্তির জন্য প্রয়োজনে শক্তি প্রয়োগ করতে হবে।