বিশ্বকাপের সেরা পাঁচে মাহমুদুল্লাহ

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপের সেরা ব্যাটসম্যান সাঙ্গাকারা, ভিলিয়ার্স, দিলশানের পাশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মাহমুদুল্লাহ। টানা দু ম্যাচে শতক হাঁকিয়ে এবারের বিশ্বকাপের সেরা রান সংগ্রহকারীর তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন মাহমুদুল্লাহ। বিশ্বকাপের পাঁচ ম্যাচে মোট ৩৪৪ রান করেছেন ডান-হাতি এ ব্যাটসম্যান। এর মধ্যে দুটি শতক ছাড়াও একটি অর্ধশতক রয়েছে মাহমুদুল্লাহর। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসেবে শতক হাঁকান মাহমুদুল্লাহ। ১৩৮ বলে ১০৩ রান করেন তিনি। এবারের টুর্নামেন্টের সহআয়োজক নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৩ বলে অপরাজিত ১২৮ রান করে সেরা ব্যাটসম্যানদের তালিকায় ওপরের সারিতে উঠে এলেন মাহমুদুল্লাহ। নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে জেতা ম্যাচে ৬২ বলে ৬২ রান করেন মাহমুদুল্লাহ। আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২৩ রান করার পর শ্রীলঙ্কার বিপক্ষে ২৮ রান করেন তিনি। গতকাল শুক্রবার টসে হেরে ব্যাটিঙে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ দলের হাল ধরেন সৌম্য সরকার এবং মাহমুদুল্লাহ রিয়াদ। ৯০ রানের জুটি গড়েন তারা। সৌম্য ফিরে গেলে আবার সাকিবের সাথে ৩৪ রানের জুটি গড়েন রিয়াদ। এরপর মুফিকের সাথে ৩১ এবং সাব্বিরের সাথে ৭৮ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। এদিন নিজের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন রিয়াদ। ১২৩ বলে ১২৮ রান করে অপরাজিত থাকেন তিনি। যেখানে ৩টি ছয় ও ১২টি চারের মার রয়েছে। ছয় ইনিংসে চারটি শতকের সাহায্যে ৪৯৬ রান করে এ তালিকার শীর্ষে আছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের রান ৪১৭। আর ৩৯৫ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার আরেক ব্যাটসম্যান তিলকারত্নে দিলশান।