আফগানিস্তানকে উড়িয়ে সান্ত্বনার জয় ইংল্যান্ডের

মাথাভাঙ্গা মনিটর: ঘরে ফেরার আগে সান্ত্বনার জয় পেলো ইংল্যান্ড। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৯ উইকেটে হারায় ওয়েন মরগানের দল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি অনুযায়ী ২৫ ওভারে জয়ের জন্য ১০১ রানের লক্ষ্য পায় ইংল্যান্ড। ৪১ বল হাতে রেখেই জয় পায় তারা। ছয় ম্যাচে দু জয়ে চার পয়েন্ট নিয়ে পুল ‘এ’র তালিকায় পঞ্চম স্থানে থেকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ শেষ হলো ইংল্যান্ডের। মরগানের দলের আগের জয়টি স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়া। আর ছয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়া জয়টি বিশ্বকাপে নিজেদের প্রথম আসরের সেরা সাফল্য হয়ে থাকল আফগানিস্তানের। অ্যালেক্স হেলস ও ইয়ান বেল উদ্বোধনী জুটিতে ৮৩ রান তুলে ইংল্যান্ডকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দেন। হামিদ হাসানের বলে আফসার জাজাইকে ক্যাচ দিয়ে হেলস (৩৭) ফিরলে ভাঙে ইংল্যান্ডের উদ্বোধনী জুটি। হেলসের বিদায়ের পর আর কোনো উইকেট হারায়নি ইংল্যান্ড। জেমস টেইলরকে সাথে নিয়ে অপরাজিত থেকে দলকে সান্ত্বনার জয় এনে দেন বেল। টেইলর ৮ ও বেল ৫২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। আফগানিস্তানের ইনিংসের ৩৭তম ওভারের সময় প্রবল বৃষ্টি নামে। সে সময় সাত উইকেট হারিয়ে ১১১ রান তুলেছিলো মোহাম্মদ নবীর দল। প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষার পর ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি অনুযায়ী জয়ের জন্য ২৫ ওভারে ১০১ রানের লক্ষ্য পায় ইংল্যান্ড।