বাংলাদেশ-ভারত টেস্টের টিকেট বিক্রি শুরু

 

স্টাফ রিপোর্টার: বিসিবির টিকেট বিক্রয়ের স্বত্বাধিকারী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) বাংলাদেশ-ভারত ম্যাচের টিকেট বিক্রি শুরু করেছে। গতকাল সোমবার ইউ-ক্যাশের মাধ্যমে শুধু টেস্ট সিরিজের টিকিট পাওয়া গেছে। একদিনের আন্তর্জাতিক ম্যাচের টিকেট প্রতিটি ম্যাচের দুদিন আগে ইউ-ক্যাশের মাধ্যমে ব্যাংকের নির্ধারিত শাখায় পাওয়া যাবে। ফতুল্লা টেস্ট ম্যাচের টিকেট ব্যাংকটির নারায়ণগঞ্জের চাষাড়া ও পাগলাবাজার শাখা থেকে ইউ-ক্যাশের মাধ্যমে ক্রয় করা যাবে। একদিনের আন্তর্জাতিক ম্যাচের টিকেট ব্যাংকটির উত্তরা, মিরপুর রোড, শান্তিনগর ও প্রগতি স্বরণি ব্যাঞ্চ থেকে ইউ-ক্যাশের মাধ্যমে ক্রয় করা যাবে। টিকেটের মূল কপি ব্যাংকটির মিরপুর শাখা থেকে পাওয়া যাবে। টিকেটের মূল্য: টেস্ট ম্যাচ: গ্রান্ড স্ট্যান্ড ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি ৩০০ টাকা, ক্লাব হাউজ ২০০ টাকা, ওয়েস্ট গ্যালারি ৮০ টাকা, ইস্ট গ্যালারি ৫০ টাকা। একদিনের আন্তর্জাতিক ম্যাচ: গ্যান্ড স্ট্যান্ড অ্যান্ড হসপিটালিটি লাউঞ্চ ৩০০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১০০০ টাকা, শহীদ মোস্তাক ও জুয়েল গ্যালারি ৫০০ টাকা, নর্থ অ্যান্ড সাউথ গ্যালারি ২৫০ টাকা এবং ইস্ট গ্যালারি ১৫০ টাকা।