ফুটবলকে বিদায় জানাচ্ছেন রোনালদিনহো

 

মাথাভাঙ্গা মনিটর: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আগেই। এবার সব ধরনের ফুটবল থেকে অবসরে যাচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদিনহো। বার্সেলোনা ও এসি মিলানের সাবেক তারকা রোনালদিনহো এর আগে জাতীয় দল, ইউরোপ ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে ১৮ বছর ফুটবল খেলেছেন। ৩৬ বছর বয়সী রোনালদিনহো উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও লাতিন সেরা কোপা লিবার্তোদোরেস জিতেছেন। জাতীয় দলের হয়ে বিশ্বকাপও জিতেছেন ২০০২ সালে।

রোনালদিনহো বলেন, ‘আমি এখন বুড়ো হয়ে গেছি, বর্তমানে আমার বয়স ৩৬। আমি এখন আর ২৬ বছর বয়সের মতো খেলতে পারি না। তাই আমি আমার ক্যারিয়ার শেষ করতে চাচ্ছি। আরও এক বছরের মধ্যেই হয়তো পরিকল্পনাটি বাস্তবায়ন হবে।’ রোনালদিনহো ব্রাজিল জাতীয় দলের হয়ে ১৯৯৯ থেকে ২০১৩ পর্যন্ত ৯৭টি ম্যাচ খেলেছেন। যেখানে ৩৩টি গোলও করেছেন তিনি। এছাড়া বিশ্বের নামকরা কয়েকটি ক্লাবে ৭০০টিরও বেশি ম্যাচ খেলে করেছেন ২৫০ এরও বেশি গোল।