টেস্টে দু স্তরের বিপক্ষে বিসিবি

 

স্টাফ রিপোর্টার: টেস্ট ক্রিকেটকে দু স্তরে নিয়ে যাওয়া নিয়ে আইসিসির প্রস্তাবকে সমর্থন জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল সোমবার এ ইস্যুতে বোর্ডের অবস্থান জানিয়েছেন সহসভাপতি মাহবুবুল আনাম। বিশ্ব ক্রিকেটের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বিষয় নিয়ে গতকাল সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্কুল ক্রিকেটের ফাইনালের পুরস্কার বিতরণী শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মাহবুবুল।

তিনি বলেন, দু স্তর আমরা সমর্থন করি না। উন্নতি করতে হলে বড় দলগুলোর সাথে খেলতে হবে। টেস্ট ক্রিকেটে উন্নতির জন্য বড় দলগুলোর সাথে খেলা জরুরি। মাহবুবুল জানান, এ ব্যাপারে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে বিসিবি। এর আগে গত ১৯ জুন বিসিবির সভা শেষে নাজমুল হাসান জানান, দু-স্তর টেস্ট ক্রিকেটের ভাবনা নিয়ে বোর্ডে কোনো আলোচনা হয়নি। সভায় এটি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিলো। প্রসঙ্গ উঠেছিলোও। কিন্তু নাজমুল হাসান সেই আলোচনা থামিয়ে দেন। আইসিসির ভাবনাটির কথা এ মাসের শুরুর দিকে জানিয়েছেন সংস্থার প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। টেস্ট ক্রিকেটকে আরও অর্থবহ ও জনপ্রিয় করতেই দুই স্তরে ভাগ করার কথা ভাবছে আইসিসি। ৱ্যাঙ্কিংয়ের প্রথম সাতটি দলকে নিয়ে হতে পারে প্রথম স্তর।