জয় দিয়ে শুরু জার্মানির

মাথাভাঙ্গা মনিটর: আর্জেন্টিনার কাছে প্রীতি ম্যাচে হারের ধাক্কাকাটিয়ে উঠেছে জার্মানি। জয় দিয়েই ইউরো ২০১৬ এর বাছাই পর্ব শুরু করেছেবিশ্বচ্যাম্পিয়নরা। টমাস মুলারের নৈপুণ্যে স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছেতারা।গত রোববার জার্মানির জয়ে দ্বিতীয়ার্ধে একটি করে গোল করেন মুলার। স্কটল্যান্ডের আশা জাগানো গোলটি করেন ইকেচি এনিয়া।ডর্টমুন্ডে‘ডি’ গ্রুপের খেলায় অষ্টম মিনিটেই দলকে এগিয়ে নিতে পারতেন মুলার। কিন্তুসেবার তার হেড লক্ষ্যে থাকেনি। ১৮তম মিনিটে আর হতাশ হতে হয়নি বায়ার্নমিউনিখ তারকার। এবার ঠিকই অতিথিদের জাল খুঁজে পান তিনি।প্রথমার্ধেরশেষ দিকে দুটি দারুণ সুযোগ হাতছাড়া করে স্কটল্যান্ড। প্রথমবার এগিয়ে এসেদলকে রক্ষা করেন বিশ্বকাপের সেরা গোলরক্ষক মানুয়েল নয়ার। আর দ্বিতীয়বারএনিয়ার দুর্বল শট ফেরাতে কোনো সমস্যা হয়নি তার।দ্বিতীয়ার্ধে আক্রমণ-প্রতি আক্রমণের মধ্য দিয়ে জমে উঠে খেলা। এর মধ্যেই৬৬তম মিনিটে স্বাগতিকদের চমকে দিয়ে ম্যাচে সমতা ফেরায় স্কটল্যান্ড।ফ্লেচারের দারুণ একটি পাস থেকে নয়ারকে পরাস্ত করেন এনিয়া।তবে সমতা ফেরানোর স্বস্তি বেশিক্ষণ থাকেনি স্কটল্যান্ডের। চার মিনিট পরেই মুলারের দ্বিতীয় গোলে আবারো এগিয়ে যায় জার্মানি।খেলার ৯০ ও যোগ করা সময়ে চার্লস মালগ্রিউ দুটি হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় স্কটল্যান্ড।হ্যাটট্রিকের চমৎকার একটি সুযোগ পেয়েছিলেন মুলার। কিন্তু বক্সের প্রান্ত থেকে তার শট বারে লেগে ফিরলেও সুযোগটি হাতছাড়া হয়ে যায়।গ্রুপেরঅন্য ম্যাচে আয়ারল্যান্ড ২-১ ব্যবধানে হারিয়েছে জর্জিয়া। আর বরার্টলেভানডিস্কর হ্যাটট্রিকে জিব্রাল্টারকে ৭-০ গোলে হারায় পোলান্ড।